• হোম > ঢাকা | বাংলাদেশ > পোশাক কারখানায় ভয়াবহ আগুন

পোশাক কারখানায় ভয়াবহ আগুন

  • সোমবার, ১৬ আগস্ট ২০২১, ১২:৪৪
  • ৪৭৪

পোশাক কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় আলেমা টেক্সটাইল নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের সদস্যরা প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. তাশাররফ হোসেন বলেন, সোমবার ৬টার দিকে আলেমা টেক্সটাইলস লিমিটেড কারখানার ২৫ হাজার বর্গফুটের একতলা শেডে থাকা ফিনিশড গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

পরে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শেডের ভেতরে থাকা ফিনিশিং সেকশনেও ছড়িয়ে যায়। পরে ৬টা ৮মিনিটে ৯৯৯ নম্বর থেকে আগুনের খবর পাওয়ার পর জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে চারটি, টঙ্গী ফায়ার স্টেশন থেকে দুইটি এবং ঢাকা সদর দপ্তর থেকে একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কারখানার ফিনিশিং সেকশনে ও গুদামে থাকা ফেব্রিকস ও মেশিনারিজসহ মালপত্র পুড়ে যায়। আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

সূত্র: বাংলাদেশ জার্নাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110377 ,   Print Date & Time: Wednesday, 28 January 2026, 07:31:35 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group