• হোম > ক্রিকেট | খেলা > লর্ডসে রোমাঞ্চকর জয় ভারতের

লর্ডসে রোমাঞ্চকর জয় ভারতের

  • মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১, ১০:৫৩
  • ৪৬৮

 লর্ডসে রোমাঞ্চকর জয় ভারতের

লর্ডসে ইংল্যান্ডকে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জিতলো ভারত। মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ ও ইশান্ত শর্মাদের দুর্দান্ত নৈপূণ্যে স্বাগতিকদের ১৫১ রানে পরাজিত করেছে কোহলিবাহিনী। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে ভারত।

জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শেষ পর্যন্ত তারা ১২০ রানে অল আউট হয়ে যায়। ফলে ১৫১ রানে জয় পায় ভারত। মোহম্মদ সিরাজ চারটি, জসপ্রিত বুমরাহ তিনটি, ইশান্ত শর্মা দুটি ও একটি উইকেট নেন মোহম্মদ সামি।

প্রথম ইনিংসে লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ৩৬৪ রান সংগ্রহ করে ভারত। জবাবে অধিনায়ক জো রুটের ১৮০ রানের ইনিংসে ভর করে ৩৯১ রান করে স্বাগতিকরা। ফলে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে আট উইকেটে ২৯৮ রান তোলার পর ইনিংস ডিক্লেয়ার করেন বিরাট কোহলি। এতে জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্যে পায় স্বাগতিকরা।

বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110476 ,   Print Date & Time: Wednesday, 15 October 2025, 08:52:01 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group