• হোম > বাংলাদেশ > হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কিশোরগঞ্জের মকবুল খালাস

হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কিশোরগঞ্জের মকবুল খালাস

  • মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১, ১১:৩৪
  • ৩৯২

 হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কিশোরগঞ্জের মকবুল খালাস

রাজধানীর সবুজবাগে অলি উল্লাহ নামের একজনকে খুনের অভিযোগ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কিশোরগঞ্জ জেলার ইটনার মকবুল হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। মকবুল হোসেনের আপিল মঞ্জুর করে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান ও উম্মে কুলসুম রেখা।

আসামি মকবুল হোসেন ওরফে মকবুল হাসানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার ছিলনী গ্রামে। কাজের জন্য তিনি ঢাকার সবুজবাগ থানার উত্তর মুগদাপাড়া এলাকায় থাকতেন। ২০০৩ সালের ২৮ ডিসেম্বর অলি উল্লাহ নামে একজন খুন হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি মকবুল।
২০০৬ সালে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল মকবুল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করা হয়। এরপর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি মকবুল হোসেন আপিল করেন।

আপিল ও ডেথ রেফারেন্স এর শুনানি শেষে ২০১২ সালে তার মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধেও আপিল দায়ের করেন মকবুল।

বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110482 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 11:40:10 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group