• হোম > জীবনযাপন > যেভাবে শরীর ঠিক রাখছেন বুবলী

যেভাবে শরীর ঠিক রাখছেন বুবলী

  • বুধবার, ১৮ আগস্ট ২০২১, ১৬:৫৭
  • ৫০৪

 যেভাবে শরীর ঠিক রাখছেন বুবলী

শরীর ঠিক রাখতে নিয়মিত জিমে দৌড়াতে হয় তারকাদের। বিশেষ করে নায়ক-নায়িকাদের বেলায় জিমে যাওয়ার বিষয়টি এখন প্রবণতাও। জিমে গিয়ে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করাও এক ধরনের হালের চল হয়ে দাঁড়িয়েছে। করোনার ঘরবন্দির এই সময় নায়িকারা যেনো জিমেই সময় ব্যয় করছেন বেশি। ঢাকাই ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়াদের ফেসবুকে গেলে সেটা চোখ পড়বে সবার।

তবে বুধবার চিত্রনায়িকা বুবলীকেও দেখা গেল শারীরিক ব্যায়াম করতে। তবে বুবলীর বিষয়টি একটু ব্যতিক্রম। শারীরিক ও মানসিক সুস্থতার জন‌্য যোগব্যায়াম করতে দেখা গেছে তাকে। ফেসবুকে যোগ ব্যায়ামের কিছু ছবিও প্রকাশ করেছেন তিনি।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে কয়েকটি ছবি শেয়ার করেন বুবলী। তাতে দেখা যায়—মাথার চুল বেনি করা, তাতে গোছা একটি ফুল। পরনে ইয়োগার পোশাক। এমন সাজপোশাকে নানা ভঙ্গিমায় ক‌্যামেরাবন্দি হয়েছেন তিনি।

ছবিগুলোর ক্যাপশনে ভক্তদের স্নিগ্ধ সকালের শুভেচ্ছা জানিয়েছেন এ নায়িকা। পরে যোগব্যায়ামের বিষয়টি নিয়ে বুবলী বলেন, ‘করোনা সংকটের মধ‌্যে আমাদের সময় কাটছে। লকডাউনে বেশ কিছুদিন বাসায় থেকেছি। এই সময়ে আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা প্রয়োজন। শারীরিক সুস্থতার পাশাপাশি আমার মনে হয় মানসিক প্রশান্তিটাও খুব দরকার। এজন্য ইয়োগার বিকল্প নেই।’

বুবলী এই মুহুর্তে শুটিং করছেন ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির। শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। শুটিং শুরু করেছন ;তালাশ’ নামের আরও একটি ছবির। এ ছাড়াও ‘চোখ’, ‘ক্যাসিনো ‘ ও ‘বিদ্রোহী’ মুক্তির অপেক্ষায় আছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110584 ,   Print Date & Time: Friday, 4 July 2025, 08:48:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group