• হোম > জাতীয় > দেশে করোনায় আরও ১৭২ জনের মৃত্যু

দেশে করোনায় আরও ১৭২ জনের মৃত্যু

  • বুধবার, ১৮ আগস্ট ২০২১, ১৮:২৪
  • ৪৫১

 দেশে করোনায় আরও ১৭২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ৭ হাজার ২৪৮ জনের।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৪ হাজার ৭১৯ জনের। এছাড়াও দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ১১২ জন। এ পর্যন্ত মোট ১৩ লাখ ২৭ হাজার ২৮ জন সুস্থ হয়েছেন। একই সময়ে মোট ৪১ হাজার ১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ।

সূত্র: বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110600 ,   Print Date & Time: Tuesday, 16 September 2025, 02:51:43 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group