• হোম > আইন-অপরাধ | বাংলাদেশ > যেভাবে পালালেন ধর্ষণ মামলার দুই আসামি পুলিশকে ফাঁকি দিয়ে

যেভাবে পালালেন ধর্ষণ মামলার দুই আসামি পুলিশকে ফাঁকি দিয়ে

  • বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১, ০৯:০২
  • ৪৫৯

 যেভাবে পালালেন ধর্ষণ মামলার দুই আসামি পুলিশকে ফাঁকি দিয়ে

নোয়াখালীর সোনাইমুড়ী থানার ধর্ষণ মামলার দুই আসামি পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন। তারা হলেন- সোনাইমুড়ীর বাট্টা গ্রামের মুজামিয়া বেপারী বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে মো. জুয়েল (২৬) ও বগাদিয়া গ্রামের সওদাগর বাড়ির মৃত মো. আবদুল লতিফের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩০)।

বুধবার (১৮ আগস্ট) বিকাল পৌনে ৪টার দিকে দিকে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকার হাইওয়ে রোডের আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষার জন্য বুধবার ধর্ষণ মামলার দুই আসামি আসামি ও ভিকটিমকে ঢাকার মালিবাগ সিআইডিতে নিয়ে যায় সোনাইমুড়ী থানা পুলিশ। এরপর ফেরার পথে বিকাল পৌনে ৪টার দিকে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকার হাইওয়ে এলাকায় আল মদিনা হোটেলে দুপুরের খাবার খেতে যাত্রা বিরতি দেওয়া হয়। একপর্যায়ে আসামিরা পুলিশ পাহারায় টয়লেটে প্রবেশ করেন। পরে দুই আসামি টয়লেটের জানালা ভেঙে পালিয়ে যান।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110614 ,   Print Date & Time: Tuesday, 2 December 2025, 04:06:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group