• হোম > জাতীয় > মারাত্মক ডেঙ্গির সতর্ক সংকেত

মারাত্মক ডেঙ্গির সতর্ক সংকেত

  • বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১, ০৯:৫২
  • ৪৫৫

 মারাত্মক ডেঙ্গির সতর্ক সংকেত

জ্বরের সঙ্গে নিচের ৭টির যে কোনো ২টি থাকলেই ডেঙ্গি সন্দেহ করবেন এবং ডাক্তারের দ্রুত পরামর্শ নেবেন।
১. তীব্র মাথা ব্যথা
২. চোখে ব্যথা (বিশেষ করে পেছনের দিকে)
৩. হাড় বা মাংসে ব্যথা
৪. বমি বমি ভাব
৫. বমি
৬. চামড়ায় ফুসকুড়ি (rash)
৭. গ্ল্যান্ড ফুলে যাওয়া
৮. নিচের যে কোনো ওয়ার্নিং সাইন

মারাত্মক ডেঙ্গির সতর্ক সংকেত (Warning signs)

ডেঙ্গি জ্বরের প্রথম লক্ষণ দেখা দেওয়ার ৩ থেকে ৭ দিনের মধ্যে কেউ কেউ মারাত্মক ডেঙ্গির সংকটাপন্ন অবস্থায় চলে যেতে পারে।

জ্বর কমে যাওয়া মানে এ নয় যে রোগ শেষ। বরং এটা হতে পারে শেষের শুরু। জ্বর ভালো হয়ে যাওয়ার ২৪ থেকে, ৪৮ ঘণ্টা পরই বরং ব্লাড প্রেসার কমতে কমতে রোগী শকে চলে যেতে পারে বা লিভার, কিডনি, ফুসফুস, ব্রেন ফধসধমব-এর লক্ষণ শুরু হতে পারে। এটি রক্ত ক্ষরণেরও কাল। এ সময়ে তাই নিয়মিত বিরতিতে ব্লাড প্রেসার চেক করতেই হবে।
সতর্ক সংকেত বা Warning sign গুলো নিুরূপ :
১. তীব্র পেট ব্যথা।
২. ক্রমাগত বমি (দিনে তিনবার বা তার চেয়ে বেশি)
৩. দাঁতের মাড়ি থেকে রক্তপাত
৪. রক্ত বমি
৫. শ্বাসকষ্ট, দ্রুত শ্বাস
৬. অত্যধিক দুর্বলতা, অবসাদ বা অস্থিরতা।
৭. ল্যবরেটরি টেস্টে একই সঙ্গে PCV (hematocrit) বেড়ে যাওয়া ও Platele : দ্রুত কমতে থাকা।

এ সতর্ক সংকেতের এক বা একাধিক দেখা দিলেই আপনাকে দ্রুত জরুরি বিভাগ/হাসপাতাল/চিকিৎসকের কাছে যেতে হবে।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110625 ,   Print Date & Time: Saturday, 31 January 2026, 05:30:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group