• হোম > বাংলাদেশ > ডাকাতের আস্তানায় সৌরবিদ্যুৎ!

ডাকাতের আস্তানায় সৌরবিদ্যুৎ!

  • বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১, ১০:৪৩
  • ৪২৩

 ডাকাতের আস্তানায় সৌরবিদ্যুৎ!

দূরপাল্লার যাত্রীদের জীবনের ঝুঁকি কমাতে টেকনাফ-ঢাকা সড়কে ডাকাতের আস্তানায় সৌরবিদ্যুৎ দিয়ে আলোকিত করা হয়।

বুধবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে রংগীখালী ব্রীজের পাশে সৌরবিদ্যুৎ স্থাপন করা হয়।

এনজিও সংস্থা অক্সফাম এর সহযোগিতায় হ্নীলা ইউনিয়ন পরিষদের মাধ্যমে স্থাপন করা হয়েছে লাইট।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি রাশেদ মোহাম্মদ আলী বলেন, প্রায় এক যুগ ধরে সন্ধ্যা হলেই রংগীখালী রাস্তার মাতায় প্রতিনিয়ত টেকনাফ টু ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারগামী বিভিন্ন গাড়ির যাত্রীদের নির্যাতন করে সহায় সম্বল ছিনিয়ে নিত ডাকাতরা। অনেক যাত্রীকে হত্যাও করা হয়েছে। তাই ডাকাতির কবল থেকে মুক্তি পাওয়ার জন্য আস্তানাটি সৌরবিদ্যুৎ দিয়ে আলোকিত করা হয়েছে।

টেকনাফ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এ.কে.এম.মনজুরুল হক আকন্দ বলেন, প্রতিনিয়ত রংগীখালী রাস্তার মাথা ব্রীজে যাত্রীদের ডাকাতি হয়, এমন অভিযোগে আমরা ফোর্স নিয়ে একাধিকবার অভিযানে গেলে খবর শুনে ডাকাতেরা পালিয়ে যায়। তবে তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110631 ,   Print Date & Time: Tuesday, 16 September 2025, 06:36:08 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group