• হোম > বাংলাদেশ | রাজশাহী > রাজশাহীতে করোনা কেড়ে নিল আরও ৯ জনের প্রাণ

রাজশাহীতে করোনা কেড়ে নিল আরও ৯ জনের প্রাণ

  • বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১, ১১:২০
  • ৪৫১

 রাজশাহীতে করোনা কেড়ে নিল আরও ৯ জনের প্রাণ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ৯ জনের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। তিনজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। একজন শ্বাসকষ্টে মারা গেছেন

মৃত ৯ জনের মধ্যে পাবনা পাঁচ, রাজশাহী দুই, নাটোর ও নওগাঁ একজন ছিলেন।

গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন।

বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ২৫৪ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110645 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 01:36:21 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group