• হোম > বাংলাদেশ > যেসব শর্তে খুলেছে পর্যটনকেন্দ্র

যেসব শর্তে খুলেছে পর্যটনকেন্দ্র

  • বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১, ১২:১১
  • ৪৬৫

 যেসব শর্তে খুলেছে পর্যটনকেন্দ্র

মহামারী করোনাভাইরাসের ঝুঁকি নিয়েই আজ বৃহস্পতিবার থেকে খুলেছে পর্যটনকেন্দ্র। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনটি শর্ত পালন করতে হবে এর কর্তৃপক্ষকে। অবশ্য পালনীয় এই শর্তগুলো হলো-

১. পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র আসন সংখ্যার শতকরা ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে।

২. সকল ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

৩. যেকোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত ১২ আগস্ট দেশের আর্থসামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরি

স্থিতি বিবেচনায় নিয়ে তিনটি শর্ত দিয়ে আজ থেকে পর্যটনকেন্দ্র খোলার অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110656 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 06:59:28 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group