• হোম > জাতীয় > জুনায়েদ বাবুনগরী আর নেই

জুনায়েদ বাবুনগরী আর নেই

  • বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১, ১৬:১২
  • ৪৫৩

 জুনায়েদ বাবুনগরী আর নেই

হেফাজতে ইসলামের আমির এবং হাটহাজারী মাদরাসার শিক্ষা পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হেফাজতের সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস এ তথ্য নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে দুপুর ১২টার দিকে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারি মাদরাসায় তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় দ্রুত অক্সিজেন লাগিয়ে অ্যাম্বুলেন্সে করে জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি হাসপাতালে নেয়া হয় তাকে। পরে হাসপাতালে ভর্তি করা হয় হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জুনায়েদ বাবুনগরী দীর্ঘ দিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

এদিকে, জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110662 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 01:09:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group