• হোম > খেলা > মার্কিন বিমানের চাকায় পাওয়া মৃতদেহটি আফগান ফুটবলারের

মার্কিন বিমানের চাকায় পাওয়া মৃতদেহটি আফগান ফুটবলারের

  • শনিবার, ২১ আগস্ট ২০২১, ১২:৫৭
  • ৪৫০

 মার্কিন বিমানের চাকায় পাওয়া মৃতদেহটি আফগান ফুটবলারের

আফগানিস্তানের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান দীর্ঘ ২০ বছর পর আবারও ক্ষমতায় আসায় দেশটির অধিবাসীদের কাবুল ছাড়ার হিড়িক পড়েছে। সোমবার থেকে দেশটির বিমান বন্দরে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। মানুষের ছোটাছুটিতে বিমান বন্দরে কয়েকজনের মৃত্যু হয়।

এছাড়া বিমান থেকে পড়েও তিনজনের মৃত্যুর খবর গণমাধ্যমে উঠে আসে। তবে আরও মর্মান্তিকভাবেও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মার্কিন বিমানের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন কয়েকজন। তাদের একজনের নাম জাকি আনওয়ারি। যে, দেশটির বয়সভিত্তিক দলের হয়ে ফুটবল খেলত।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলা হয়, আফগানিস্তান শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগের মহাপরিচালকের অফিসের পক্ষ থেকে আনওয়ারির দেহাবশেষ পাওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। ১৬ বছর বয়সে জাতীয় পর্যায়ে বয়সভিত্তিক দলে খেলা সম্ভাবনাময় এই ফুটবলারের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে।

মৃত্যুর আগে আনওয়ারির তার শেষ ফেসবুক পোস্টে লেখেন, ‘তোমার জীবনের চিত্রশিল্পী তুমি নিজে। অন্য কারও হাতে তুলিটা তুলে দিয়ো না।’ অথচ নিজের জীবনকে তুলি দিয়ে সাজানোর আগেই মৃত্যু হয় তার।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110724 ,   Print Date & Time: Wednesday, 28 January 2026, 02:36:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group