• হোম > > দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের হার নিম্নমুখী

দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের হার নিম্নমুখী

  • শনিবার, ২১ আগস্ট ২০২১, ১৮:৫৫
  • ৪৫৩

 দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের হার নিম্নমুখী

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। আগের কয়েক সপ্তাহে প্রতিদিন মৃত্যু ছিল দুইশ’র বেশি মানুষের। তবে গত সাত দিনেরও বেশি সময় ধরে মৃত্যুর সংখ্যা দুইশ’র নিচে রয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২০ জন। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১৪৩ জনে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৯৯১ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন। আর একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৭ হাজার ৬৬৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন।

এর আগে গতকাল শুক্রবার ১৪৫, বৃহস্পতিবার ১৫৯, বুধবার ১৭২, মঙ্গলবার ১৯৮, সোমবার ১৭৪ ও রোববার ১৮৭ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এরপর থেকে প্রায় এক মাস প্রতিদিন ২ শতাধিক মানুষের মৃত্যু হয়। ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামা শুরু করে।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110733 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 03:16:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group