• হোম > খেলা | ফুটবল > সিটির গোল উৎসব, নরিচকে বিধ্বস্ত করে

সিটির গোল উৎসব, নরিচকে বিধ্বস্ত করে

  • রবিবার, ২২ আগস্ট ২০২১, ১২:১৬
  • ৪৩৭

 সিটির গোল উৎসব, নরিচকে বিধ্বস্ত করে

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে নরিচ সিটিকে ৫-০ ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। ৭ম মিনিটে নরিচের গোলকিপার টিম কুর্লের হওয়া গোলে এগিয়ে যায় সিটি। ২২তম মিনিটে সিটিকে এগিয়ে যায় সদ্য দলে যোগ দেয়া ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ। গ্যাব্রিয়েল জেসুসের পা থেকে ডি-বক্সের ভেতর বল পেয়ে বাকানো শটে নরিচের জাল খুঁজে পান সাবেক এ অ্যাস্টন ভিলা তারকা।
বিরতির পর ৬৪তম মিনিটে দলের স্কোরলাইন ৩-০ করেন এমেরিক লাপোর্তে। ইকাই গুনদোয়ানের কর্নার থেকে বল পেয়ে সুযোগ কাজে লাগান স্প্যানিশ ডিফেন্ডার। ৭১তম মিনিটে কেইলি ওয়াকারের পাস পেয়ে স্টার্লিংয়ের কাছে বল পাঠায় জেসুস। বা পায়ের বাঁকানো শটে নরিচের জালে বল ভেড়ান বদলি হয়ে নামা ইংলিশ এ ফরোয়ার্ড। ৮৪তম মিনিটে রুবেন দিয়াসের লং পাস থেকে সহজেই বল নিয়ন্ত্রণ করে গোলকিপারকে বোকা বনিয়ে ব্যাবধান বাড়ান রিয়াদ মাহরেজ। ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।
২ ম্যাচে ১ জয় ও ১ হার নিয়ে সিটির পয়েন্ট ৩। অপরদিকে সমান ম্যাচ খেলে সবগুলোতেই হেরে ০ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে নরিচ সিটি।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110749 ,   Print Date & Time: Tuesday, 4 November 2025, 02:35:58 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group