• হোম > আন্তর্জাতিক > সন্তান প্রসব করলেন এক আফগান নারী, উদ্ধারকারী বিমানে

সন্তান প্রসব করলেন এক আফগান নারী, উদ্ধারকারী বিমানে

  • রবিবার, ২২ আগস্ট ২০২১, ১৫:১৮
  • ৪৩০

 সন্তান প্রসব করলেন এক আফগান নারী, উদ্ধারকারী বিমানে

জার্মানিতে যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী বিমানেই সন্তান প্রসব করেছেন এক আফগান নারী। আজ রোববার ইউএস এয়ার মবিলিটি কমান্ড থেকে টুইটারে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে ওই নারী তার পরিবার নিয়ে বিমানে ওঠেন। তাদের যাওয়ার কথা জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে।

সেখানে পৌঁছার পরই তার প্রসব বেদনা শুরু হয়। ক্রমশ বেদনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে বিমানটির কমান্ডার বিমানের উচ্চতা কমিয়ে আনেন, যাতে এর ভিতরে বাতাসের চাপ বৃদ্ধি পায় এবং তাতে ওই মায়ের জীবন রক্ষা হয়। বিমান অবতরণের পর যুক্তরাষ্ট্রের সামরিক চিকিৎসকরা সন্তান প্রসবে সহায়তা করেন ওই মাকে। মা ও নবজাতক সুস্থ আছে। তাদেরকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র: মানবজমিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110767 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 03:24:04 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group