• হোম > খেলা > অলিম্পিকের আক্ষেপ ফুরাবে নারী ক্রিকেট দিয়ে

অলিম্পিকের আক্ষেপ ফুরাবে নারী ক্রিকেট দিয়ে

  • সোমবার, ২৩ আগস্ট ২০২১, ০৮:৫৪
  • ৪৫১

 অলিম্পিকের আক্ষেপ ফুরাবে নারী ক্রিকেট দিয়ে

অলিম্পিকে বাংলাদেশের পথ চলা প্রায় ৩৭ বছরের। অথচ প্রাপ্তির খাতা এখনো শূন্য। প্রতিবারই অংশ নিয়ে ফিরতে হয় খালিহাতে। ১৯৮৪ লস অ্যাঞ্জেলস অলিম্পিক দিয়ে যাত্রা শুরুর পর ১০ বার অংশ নিয়েছে বাংলাদেশ। প্রতিবারই আক্ষেপ নিয়ে ফিরেছে দেশ সেরা অ্যাথলেটরা। তবে এই আক্ষেপ ঘুচানোর সময় খুবই নিকটে বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরি।

তার মতে, অলিম্পিকে নারী ক্রিকেট ফিরলেই দেশের নারী ক্রিকেটাররাই অধরা এই শিরোপা ঘরে তুলবে। আজ রোববার সাবেক ক্রিকেটার ও সংগঠক মনোয়ার আনিস খান মিনুর নারী ক্রিকেটারদের পথচলা নিয়ে গ্রন্থ ‘মেয়েরাও পারে’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসে তিনি এ কথা বলেন।

সাবের হোসেন বলেন, ‘অলিম্পিকে এখন পর্যন্ত আমরা কোনো পদক পাইনি। আমরা বোধহয় ১০টা অলিম্পিকে অংশ নিয়েছি। একটাতেও কোনো পদক পাইনি। আমি মনে করি নারী ক্রিকেটারদের হাত ধরে আমরা প্রথম পদকটা পেতে পারি।’

অলিম্পিকে ক্রিকেট বন্ধ শত বছরের বেশি। তবে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে ২০২৮ সালের অলিম্পিকে যুক্ত করবে ক্রিকেট। ইতিমধ্যে এ নিয়ে কাজ শুরু করে দিয়েছে তারা, যার কারণে ২০২৮ সালের অলিম্পিকে পদক পেতে হলে এখনই প্রস্তুতি নিতে হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘এখন থেকে যদি আমরা পরিকল্পনাগুলো হাতে নেই, বিশেষ করে স্কুল পর্যায়ে নারী ক্রিকেটটাকে যদি প্রতিষ্ঠিত করা সম্ভব হয়। আমি মনে করি এটা কিন্তু অনেক বড় একটা সম্ভাবনা আছে। সঠিক পরিকল্পনা থাকলে অবশ্যই সম্ভব।’

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বপ্রথম বৈশ্বিক সাফল্য আসে নারী ক্রিকেটের হাত ধরে। ২০১৮ সালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপ শিরোপার স্বাদ পায়।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110798 ,   Print Date & Time: Wednesday, 3 September 2025, 10:55:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group