• হোম > আন্তর্জাতিক > ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত বেশি ইরানে, মৃত্যু ইন্দোনেশিয়ায়

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত বেশি ইরানে, মৃত্যু ইন্দোনেশিয়ায়

  • সোমবার, ২৩ আগস্ট ২০২১, ০৮:৫৯
  • ৫০৭

 ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত বেশি ইরানে, মৃত্যু ইন্দোনেশিয়ায়

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখ্যযোগ্যভাবে কমেছে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা। ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৫১০ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ইরানে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে বরাবরের মতো শীর্ষে ইন্দোনেশিয়া। দ্বিতীয় স্থানে মেক্সিকো। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ কোটি ২৫ লাখ। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৪ লাখ ৪৪ হাজার।

এ ছাড়া, একই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৫১০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ১০ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ২৫ লাখ ৮৩ হাজার ৩৫৭ জনে।
নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৪১৯ জন এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮৪ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৪৬ লাখ ৭৭ হাজার ১১৪ জন করোনায় আক্রান্ত এবং ১ লাখ ২ হাজার ৩৮ জন মারা গেছেন।

অন্যদিকে ২৪ ঘণ্টায় ইন্দোনেশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩০ জন এবং নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪০৮ জন। এ ছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৯ লাখ ৭৯ হাজার ৪৫৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৬ হাজার ৩৭২ জনের।

টানা কয়েকদিন দৈনিক সংক্রমণে শীর্ষে ছলি যুক্তরাষ্ট্র। কিন্তু গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা অনেকটাই কমেছে। দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হন ৩০ হাজার ৮১০ জন এবং মারা গেছেন ১৯৮ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৮৫ লাখ ৪৫ হাজার ১৪৪ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৪৫ হাজার ৫৮ জন মারা গেছেন।

সূত্র: বি ডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110800 ,   Print Date & Time: Saturday, 31 January 2026, 12:16:33 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group