• হোম > আন্তর্জাতিক > বৈঠকের পর আফগান বোর্ডে বড় পরিবর্তন তালেবানদের সঙ্গে

বৈঠকের পর আফগান বোর্ডে বড় পরিবর্তন তালেবানদের সঙ্গে

  • সোমবার, ২৩ আগস্ট ২০২১, ০৯:০৫
  • ৪৬৪

  বৈঠকের পর আফগান বোর্ডে বড় পরিবর্তন তালেবানদের সঙ্গে

তালেবানদের নিয়ন্ত্রণে এখন আফগানিস্তান। আর এজন্য দেশটির ক্রিকেট নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও আফগান ক্রিকেট বোর্ড আশাবাদের কথা শুনিয়েছে। দেশটির ক্রিকেট বোর্ডের সিইও হামিদ সিনওয়ারি আশ্বস্ত করেছেন, চিন্তার কোনো কারণ নেই। তালেবান ক্রিকেট ভালোবাসে।

এবার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান পদে ফের বসানো হয়েছে আজিজুল্লাহ ফাজলিকে। তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর ক্রিকেট বোর্ডে এটিই সবচেয়ে বড় পরিবর্তন।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক টুইট বার্তায় জানিয়েছে, এখন থেকে ফাজলির নেতৃত্বেই ক্রিকেট বোর্ড চলবে। আগামী টুর্নামেন্টগুলোর বিষয়ে তিনিই দেখভাল করবেন।
ফাজলি এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব ছিলেন। আতিফ মশালের পদত্যাগের পর তিনি এসিবির চেয়ারম্যান হয়েছিলেন। ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে আফগানিস্তানের ব্যর্থতার পর ফাজিলের স্থলাভিষিক্ত হয়েছিলেন ফারহান ইউসুফজাই।

এদিকে গত বৃহস্পতিবার কাবুলে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সদর দপ্তরে যায় তালেবান বাহিনী। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ’-এর খবরে জানা যায়, আফগানিস্তানের সাবেক ক্রিকেটার আব্দুল্লা মাজারিওকে সঙ্গে নিয়ে সেখানে যায় তালেবান।

এদিকে আফগান ক্রিকেটে শঙ্কার কালো মেঘ সরে গেছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য অনুশীলনে ফিরেছেন ক্রিকেটাররা।

সূত্র: বি ডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110802 ,   Print Date & Time: Wednesday, 17 December 2025, 08:22:10 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group