• হোম > আন্তর্জাতিক > যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে হারিকেন হেনরির আঘাত

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে হারিকেন হেনরির আঘাত

  • সোমবার, ২৩ আগস্ট ২০২১, ০৯:৩৫
  • ৪১১

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে হারিকেন হেনরির আঘাত

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে আঘাত হেনেছে হারিকেন হেনরি। এই অঞ্চলে এক লাখ ২০ হাজারের বেশি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ক্যাটাগরি ওয়ান হারিকেনের শক্তি নিয়ে আঘাত করা হেনরির গতি কমে দাঁড়িয়েছে ৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়।

সোমবার (২৩ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, লং আইল্যান্ড এবং দক্ষিণ নিউ ইংল্যান্ড জুড়ে লক্ষ লক্ষ মানুষকে উপকূলীয় ঢেউ, বন্যা এবং উপড়ে পড়া গাছপালার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। এছাড়া টেনেসিতে হঠাৎ বন্যায় অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন।

ন্যাশভিল থেকে ৯০ কিলোমিটার পশ্চিমে ওয়েভারলি শহরে এবং আশপাশে কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে। ক্রমবর্ধমান জল বিশাল গাছ উপড়ে ফেলে, ঘরবাড়ি ভেঙে ফেলে এবং গাড়ি ভাসিয়ে দেয়। প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষতিগ্রস্তদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং বলেছেন যে দুর্যোগ কর্মকর্তারা যেখানে প্রয়োজন সেখানে সহায়তা দিতে প্রস্তুত।

সূত্র: ইত্তেফাক


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110820 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 12:50:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group