• হোম > আন্তর্জাতিক > গোলাগুলিতে আফগান রক্ষী নিহত কাবুল বিমানবন্দরে

গোলাগুলিতে আফগান রক্ষী নিহত কাবুল বিমানবন্দরে

  • সোমবার, ২৩ আগস্ট ২০২১, ১৬:১৫
  • ৪৮৭

 গোলাগুলিতে আফগান রক্ষী নিহত কাবুল বিমানবন্দরে

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের নর্থ গেটে অজ্ঞাত বন্দুকধারীদের সঙ্গে পশ্চিমা নিরাপত্তা বাহিনী ও আফগান রক্ষীদের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।

সোমবারের এ ঘটনায় একজন আফগান রক্ষী নিহত ও আরও তিনজন আহত হয়েছেন বলে টুইটারে জানিয়েছে তারা জার্মানির সশস্ত্র বাহিনী। খবর রয়টার্সের

এ লড়াইয়ে মার্কিন ও জার্মান বাহিনীও জড়িয়ে পড়েছে।

কাবুল বিমানবন্দর পাহারা দিতে তালেবান যোদ্ধাদের মোতায়েন করা হয়েছিল। নিহত আফগান ওই তালেবান যোদ্ধাদের কেউ কিনা জার্মানির বাহিনী তা নির্দিষ্ট করে জানায়নি।

বাইরে থেকে এক স্নাইপার বিমানবন্দরের ভেতরে থাকা আফগান রক্ষীদের লক্ষ্য করে গুলি করলে তারা পাল্টা গুলি করে। যুক্তরাষ্ট্রের বাহিনী আফগান রক্ষীদের দিকে গুলি ছোড়ে।

বিমানবন্দরটিতে থাকা দুই ন্যাটো কর্মকর্তা জানিয়েছেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিমানবন্দরটির সব গেট বন্ধ করে রাখা হয়েছে।

সূত্র: সমকাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110853 ,   Print Date & Time: Thursday, 29 January 2026, 07:24:04 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group