• হোম > আন্তর্জাতিক > সাধারণ যাত্রীদের আর্জি, ভারত-বাংলাদেশ বিমান চালু করার

সাধারণ যাত্রীদের আর্জি, ভারত-বাংলাদেশ বিমান চালু করার

  • মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১, ১০:০৫
  • ৪৩৪

 সাধারণ যাত্রীদের আর্জি, ভারত-বাংলাদেশ বিমান চালু করার

হয়েও হচ্ছে না। লাল ফিতার গেরোয় আটকে রয়েছে ভারত-বাংলাদেশ বিমান চলাচল। এবার এই পরিষেবা চালুর দাবি জানিয়ে ভারতের বিদেশ মন্ত্রণালয়ে চিঠি পাঠাল ভারত-বাংলাদেশ মৈত্রী পরিষদ। চিঠিতে তারা লিখেছে, হাজার হাজার মানুষের রুটি রুজি নির্ভর করে দু’দেশের নিবিড় যোগাযোগে।

বিমান চালু না হওয়ায় বিপন্ন হচ্ছে দুই দেশের মানুষ। বিপন্নতার পরিমাণটা কত? মৈত্রী সমিতি এই কথা জানায় নি, কিন্তু সমীক্ষায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। বিমান চলাচল ২০ আগস্ট চালু হবে ধরে নিয়ে বাংলাদেশি রোগীদের অনলাইন বুকিং নিয়ে বেশ কিছু সার্জারির ব্যবস্থা করা হয়েছিল প্রাইভেট হাসপাতালগুলিতে। সেগুলি সবই ভেস্তে গেছে।

সূত্র: মানবজমিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110932 ,   Print Date & Time: Friday, 24 October 2025, 02:53:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group