• হোম > বিনোদন > পবনদীপকে ৭০ লাখের গাড়ি দিলেন প্রেমিকা অরুণিতা

পবনদীপকে ৭০ লাখের গাড়ি দিলেন প্রেমিকা অরুণিতা

  • মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১, ১৬:১৩
  • ৫০৩

 পবনদীপকে ৭০ লাখের গাড়ি দিলেন প্রেমিকা অরুণিতা

‘ইন্ডিয়ান আইডল ১২’-র দুই প্রতিযোগী পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলালকে নিয়ে চর্চা বাড়ছে দিনকে দিন। মুম্বইতে একসঙ্গে থাকবেন, কেদারনাথ ঘুরতে যাবেনের মতো একাধিক তথ্য ঘোরাফেরা করেছিল নেটদুনিয়ায়। যদিও এই দুটিই সত্যি বলে মেনে নিয়েছেন পবনদীপ তার দেওয়া এক সাক্ষাৎকারে।

তবে হঠাৎই নতুন তথ্য ঘোরাফেরা করছে বলিপাড়ায়। শোনা যাচ্ছে ‘প্রেমিক’ পবনদীপের জয়ে খুশি হয়ে তাকে একটি অডি কিউ-৭ উপহার হিসেবে দিয়েছেন বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল। আর তা শুনেই চমকে উঠেছেন নেট-নাগরিকরা। কারণ, বর্তমানে এই গাড়িটির বাজার মূল্য ৬৯ লাখ টাকার আশেপাশে। এত দামি উপহার কীভাবে দিলেন অরুণিতা, সেটা নিয়েই উঠেছে গুঞ্জন।

সূত্র: মানবজমিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110983 ,   Print Date & Time: Sunday, 26 October 2025, 03:45:51 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group