• হোম > বাংলাদেশ > ফাইজারের আরও ১০ লাখ ডোজ টিকা আসছে

ফাইজারের আরও ১০ লাখ ডোজ টিকা আসছে

  • মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১, ১৬:২০
  • ৪৪৩

 ফাইজারের আরও ১০ লাখ ডোজ টিকা আসছে

যুক্তরাষ্ট্রের উপহারের আরও ১০ লাখ ফাইজারের টিকা আগামী ৩০ আগস্ট দেশে আসবে।

মঙ্গলবার স্বাস্থ্য সেবা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৩০ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের মাধ্যমে আমেরিকার উপহার কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফাইজারের আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছাবে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও আমেরিকার রাষ্ট্রদূত আর. মিলার বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।

এর আগে সোমবার দুপুরে সচিবালয়ে এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, সেপ্টেম্বরেই আমেরিকা থেকে আরও ৬০ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন পাওয়া যাবে। এর মধ্যে আগামী ৩০ আগস্ট সন্ধ্যায় ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে। পরবর্তীতে আরও ৫০ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন পাওয়া যাবে।

সূত্র: সমকাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110985 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 12:27:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group