• হোম > বাংলাদেশ | রংপুর > দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে গ্রেফতার হওয়া মায়ের জামিন

দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে গ্রেফতার হওয়া মায়ের জামিন

  • বুধবার, ২৫ আগস্ট ২০২১, ০৯:৪৫
  • ৫৪৯

দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে গ্রেফতার হওয়া মায়ের জামিন

ঠাকুরগাঁওয়ে পারিবারিক কলহের জের ধরে নিজের দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে সদরের রুহিয়া থানাধীন ঘনিমহেষপুর গ্রামের নুর বানু (৩৭) গ্রেফতার হন। গ্রেফতার হওয়া মা নুর বানু মঙ্গলবার জামিন পেয়েছেন।

ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ গাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন তাকে জমিন দিয়েছেন।

রুহিয়া থানা ও আদালত সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর দিবাগত রাতে শাশুড়ির সাথে নুর বানুর ঝগড়া বাধে। সেই জের ধরে পরের দিন সকালে তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে ঘরের ভেতর ছেলে নুর জামাল ও মেয়ে শাম্মীর মুখে বিষ ঢেলে দেন নুর বানু। এরপর তিনিও বিষ পান করেন। পরে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পরপরই কর্তব্যরত চিকিৎসক নুর জামালকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় শাম্মীরও মৃত্যু হয়।

এ ঘটনায় ওই বছরের ৪ নভেম্বর স্বামী সেলিম উদ্দিন বাদি হয়ে রুহিয়া থানায় একটি মামলা করেন। পরে আসামিকে দোষী বিবেচনা করে চার্জশিট জমা করে মামলার তদন্তকারী কর্মকতা রুহিয়া থানার এসআই মো: আবু বক্কর সিদ্দীক।

মঙ্গলবার শুনানি শেষে ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ গাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন তার জামিন মঞ্জুর করেন। এক বছর ১১ মাস ১৮ দিন পর তিনি জামিনে বেরিয়ে এলেন। জামিন শুনানিতে তার পক্ষের আইনজীবী ছিলেন মো: ইয়াজুল ইসলাম এলাহি। মামলা চলমান রয়েছে।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111001 ,   Print Date & Time: Sunday, 31 August 2025, 06:29:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group