• হোম > বিনোদন > ফের বিয়ে করলেন প্রকাশ রাজ!

ফের বিয়ে করলেন প্রকাশ রাজ!

  • বুধবার, ২৫ আগস্ট ২০২১, ১৮:০৩
  • ৪৩৯

 ফের বিয়ে করলেন প্রকাশ রাজ!

ফের বিয়ে করলেন বলিউডের অন্যতম জাঁদরেল খলনায়ক প্রকাশ রাজ। তাও আবার ছেলের অনুরোধে! মঙ্গলবার ছিল অভিনেতার ১১তম বিবাহবার্ষিকী, এই দিনেই নিজের স্ত্রী পনি ভর্মার সঙ্গেই বিয়ে সারলেন প্রকাশ রাজ। টুইটারের দেওয়ালে স্ত্রীকে চুম্বনের ছবি শেয়ার করেন তিনি, যা হু হু করে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। প্রকাশ রাজ টুইটারের দেওয়ালে লেখেন, আজ রাতে আমরা ফের বিয়ে করলাম, কারণ আমাদের ছেলে এই বিয়ের সাক্ষী থাকতে চেয়েছে। ৪৫ বছর বয়সে দ্বিতীয়বার নিজের ভালোবাসার খোঁজ পেয়েছিলেন প্রকাশ রাজ। ২০০৯ সালে স্ত্রী লালিতা কুমারীর সঙ্গে বিচ্ছেদের এক বছর পর পনি ভর্মাকে বিয়ে করেন প্রকাশ। ছবির সেটেই পনির সঙ্গে আলাপ হয়েছিল প্রকাশের। কোরিওগ্রাফি টিমের অংশ ছিলেন পনি।

শিগগিরই আসছে ডিজিটাল ট্রাভেল পাস
১১তম বিবাহবার্ষিকীতে দ্বিতীয় স্ত্রীকে ফের বিয়ে করে তিন নম্বর বিয়েটা সারলেন প্রকাশ রাজ। তবে পাত্রী বদল হল না। প্রকাশের প্রথমপক্ষের দুই সন্তান মেঘনা এবং পূজার সঙ্গেও দারুণ সম্পর্ক পনির। বাবার বিবাহবার্ষিকীর সেলিব্রেশনে শামিল হয়েছিল তারাও। হাসি মুখে সপরিবারে পোজ দিলে দেখা গেল প্রকাশ রাজকে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111105 ,   Print Date & Time: Tuesday, 4 November 2025, 11:26:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group