• হোম > বাংলাদেশ > রাজবাড়ীতে ধর্ষণের অভিযোগে ট্রাকচালক গ্রেফতার

রাজবাড়ীতে ধর্ষণের অভিযোগে ট্রাকচালক গ্রেফতার

  • বুধবার, ২৫ আগস্ট ২০২১, ১৮:১৯
  • ৩৮৮

 রাজবাড়ীতে ধর্ষণের অভিযোগে ট্রাকচালক গ্রেফতার

রাজবাড়ীতে নারীকে (২০) ধর্ষণের অভিযোগে রাসেল খান (২৪) নামের এক ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার ভুক্তভোগী নারী রাজবাড়ী থানায় ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামি ছিলেন রাসেল মিয়া।

অভিযুক্ত রাসেল মিয়া রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মো: হারুন অর রশিদ খানের ছেলে।

ওই নারীর অভিযোগ, এক বছর আগে তার স্বামীর সাথে ডিভোর্স হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ট্রাকচালক রাসেল বেশ কিছু দিন ধরে ওই নারীর চাচাতো ভাইয়ের ট্রাকচালক হিসেবে কাজ করে আসছেন। তিন মাস আগে রাসেল তার মোবাইল নম্বর সংগ্রহ করে কথা বলা শুরু করে। একপর্যায়ে গত ১৭ জুলাই বিকেলে তাকে বিয়ে করার কথা বলে স্বর্ণের নাক ফুল ও গায়ে হলুদের মালামাল কিনে দেন। পরদিন রাত ১১টার দিকে রাসেল ট্রাক চালিয়ে এসে ওই নারীর ভাইয়ের ঘরে শুয়ে থাকেন। এর কিছু সময় পর রাসেল পাশের ঘরে অবস্থান করা ওই নারীকে ঘুম থেকে ডেকে তোলে এবং তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে ধর্ষণ করেন। তার পর থেকেই রাসেল ওই নারীকে বিয়ে করা নিয়ে তালবাহানা শুরু করেন। সর্বশেষ গত ২৩ আগস্ট তাকে বিয়ে করবে না বলে জানিয়ে দেন রাসেল। যে কারণে তিনি রাসেলের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মেজবাউদ্দিন জানিয়েছেন, মামলার প্রেক্ষিতে রাসেলকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। একই সাথে রাজবাড়ী সদর হাসপাতালে ওই নারীর ডাক্তারী পরীক্ষাও করানো হয়েছে।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111117 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 08:05:49 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group