• হোম > বাংলাদেশ > সালিশে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত হবিগঞ্জে

সালিশে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত হবিগঞ্জে

  • শনিবার, ২৮ আগস্ট ২০২১, ১৫:০৫
  • ৪৪৭

 সালিশে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত হবিগঞ্জে

হবিগঞ্জের বানিয়াচংয়ে মৎস্য সমিতির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে সালিশ বৈঠকে দু’পক্ষের সংঘর্ষের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলার পুকড়া গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত সন্দেহে পুলিশ ১ জনকে আটক করেছে।
পুলিশ জানায়, স্থানীয় মৎস্য সমিতির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে শনিবার সকালে পুকড়া গ্রামে সালিশ বৈঠক বসে। এক পর্যায়ে পূর্ব পুকড়া গ্রামের মাজত আলী ও বারিক মিয়ার লোকজনের মাঝে উত্তেজনা থেকে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় প্রতিপক্ষের ফিকলের আঘাতে মাজত আলীর ছেলে ইউনিছ গুরুতর আহত হয়। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অশ্লীল সিনেমার নায়িকারা কে কোথায়?
আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন জানান, সংঘর্ষের খবর পয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িত সন্দেহে পুলিশ পুকড়া গ্রামের সুরুজ আলীর ছেলে সফর আলীকে আটক করেছে পুলিশ।

সূত্র: মানবজমিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111150 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 04:35:58 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group