• হোম > বিনোদন > প্রেম করছি, বিয়ে করবো আগামী বছর

প্রেম করছি, বিয়ে করবো আগামী বছর

  • শনিবার, ২৮ আগস্ট ২০২১, ১৭:৩৬
  • ৪০৬

 প্রেম করছি, বিয়ে করবো আগামী বছর

চিত্রনায়িকা আঁচল আঁখি বিয়ে করেছেন- এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরে। গুঞ্জনের সত্যতা জানতে যোগাযোগ করা হয় তার সঙ্গে। সমকালকে আঁচল বলেন, ‘এটা গুঞ্জনই, আমি বিয়ে করিনি। তবে প্রেম করছি। আগামী বছর সবাইকে জানিয়েই বিয়ে করবো।’

সংবাদমাধ্যমে খবর, গায়ক অমির সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে আঁচলকে। তার কয়েকটি গানেও মডেল হয়েছেন আঁচল। শোবিজে তাদের প্রেমের বিষয়টি চর্চিত এখন। সেখান থেকেই তাদের বিয়ের গুঞ্জন ওঠে মিডিয়ায়।

এই গুঞ্জনের বিষয়ে আঁচল বলেন, ‘বিয়ে তো আর গোপন করার মতো বিষয় না। বিয়ে করলে আপনাদের জানিয়েই করবো।’

তবে গায়ক অমির সঙ্গে প্রেম করছেন বলে নিশ্চিত করেছেন আঁচল। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর আয়োজন করে বিয়ে করার ইচ্ছে রয়েছে বলে জানান তিনি।

২০১১ সালে ঢালিউডে ক্যারিয়ার শুরু করেন আঁচল। প্রথম অভিনয় করেন ‘ভুল’ সিনেমায়। আঁচল অভিনীত প্রথম ব্যবসা সফল সিনেমা ‘জটিল প্রেম’। শাবনূরের অভিনয় দেখে সিনেমায় আগ্রহী হয়েছেন বলে এরআগে এক সাক্ষাৎকারে জানান আঁচল। অভিষেকের পর অল্প সময়ে ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেন তিনি। শাকিব খান, বাপ্পি চৌধুরী, আরিফিন শুভর সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন ছবিতে।

সবশেষ তিনি অভিনয় করেন ‘ঘর ভাঙা সংসার’ সিনেমায়। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এতে ডিপজলের বিপরীতে দেখা যাবে আঁচলকে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111163 ,   Print Date & Time: Sunday, 2 November 2025, 03:50:43 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group