• হোম > বিনোদন > বলিউড তারকা শ্রদ্ধা কাপুর বিয়ে করছেন

বলিউড তারকা শ্রদ্ধা কাপুর বিয়ে করছেন

  • রবিবার, ২৯ আগস্ট ২০২১, ১০:৫৮
  • ৪৭৬

 বলিউড তারকা শ্রদ্ধা কাপুর বিয়ে করছেন

বলিউড তারকা শ্রদ্ধা কাপুর বিয়ে করছেন বলে খবর রটেছে। পাত্র ভারতের খ্যাতনামা চিত্রগ্রাহক রোহান শ্রেষ্ঠা।

২০১৯ সাল থেকে রোহানের সঙ্গে প্রেম করছেন শ্রদ্ধা। বেশ কিছু মাস ধরে দুজনের সম্পর্ক আগের থেকে অনেক বেশি গভীর হয়েছে বলে শোনা যাচ্ছে। তার পর থেকেই তাদের বিয়ে নিয়ে কানাঘুষা শুরু হয়েছে।

শ্রদ্ধার কাজিন অভিনেতা প্রিয়াংক শর্মা এবং খালা অভিনেত্রী পদ্মিনী কোহলাপুরের কথায় সেই সন্দেহ আরও জোরালো হয়েছে।

প্রিয়াংক বলেছেন, এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। তবে যদি জিজ্ঞাসা করেন, শ্রদ্ধার বিয়ের জন্য মুখিয়ে আছি কিনা, বলব, অবশ্যই। বিয়ে তো ভালো ব্যাপার। মুখিয়ে থাকার মতোই একটি অনুষ্ঠান।

পদ্মিনী বিয়ের কথা শুনে খানিক অবাক হলেও বলেছেন, বিয়ে হলে অবশ্যই সবাই জানতে পারবে।

এক সাক্ষাৎকারে রোহানের বাবা রাকেশ শ্রেষ্ঠা জানান, শক্তি কাপুরের কন্যার সঙ্গে তার ছেলের বন্ধুত্ব বহু বছরের। তারা কলেজে একসঙ্গে পড়াশোনা করতেন। দুজনেই পেশাদার জীবনে যথেষ্ট উন্নতি করেছে। যদি রোহান-শ্রেষ্ঠা স্থির করে যে তারা একসঙ্গে থাকবে, তা হলে বুঝতে হবে, অনেক ভেবেচিন্তেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। রোহান ও শ্রদ্ধা বিয়ে করলে আমি খুশি মনে সমস্ত দায়িত্ব পালন করব। আপত্তি করার কোনো জায়গাই নেই।

সূত্র: আনন্দবাজার।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111267 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 04:00:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group