• হোম > বাংলাদেশ > পায়ের তলায় পিষ্ট হচ্ছে আমনের ক্ষেত

পায়ের তলায় পিষ্ট হচ্ছে আমনের ক্ষেত

  • রবিবার, ২৯ আগস্ট ২০২১, ১৯:১৫
  • ৩৭৬

 পায়ের তলায় পিষ্ট হচ্ছে আমনের ক্ষেত

গত কয়েকদিন ধরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পানিহাটা এলাকায় বন্য হাতির আনাগোণা বেড়েছে। সন্ধ্যা এলেই হাতি দল নেমে আসছে সদ্য রোপণ করা আমন ধানের ক্ষেতে। পায়ের তলায় পিষ্ট হচ্ছে ধানের চারা।

এ পর্যন্ত প্রায় ২০ একর আমন ধানের ক্ষেত নষ্ট হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, সন্ধ্যা নামতেই ভারতের চেরেংপাড়া পাহাড় থেকে উপজেলার পানিহাটা মারং গোঁফ ও তালতলা দিয়ে নেমে আসছে আবাদি জমিতে। গত কয়েকদিনে হাতি দল পানি হাটা এলাকায় প্রায় ২০ একর জমির রোপা আমন ধানের ক্ষেত নষ্ট করেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক জয়নাল আবেদীন, আবুল হোসেন, আকবর আলী, আব্দুল কাদির, আশালতা, নুরল চিশিমসহ বেশ কয়েকজন কৃষক জানান, বছরের পর বছর বন্য হাতির সঙ্গে যুদ্ধ করে আমরা বেঁচে আছি। হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে আবেদন নিবেদন করেও তারা কোন সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না।

স্থানীয় ইউপি মেম্বার আব্দুল জুব্বার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনার দাবি জানান।

রামচন্দ্রকুড়া মণ্ডলিয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম জানান, হাতিগুলো মূলত খাদ্যের সন্ধানে লোকালয়ে আসে। কিন্তু এখন পাহাড়ি এলাকায় হাতির খাওয়ার মতো কিছু নেই। তাই হাতি দল আমন ধানের ক্ষেতে তাণ্ডব শুরু করেছে। তিনি পাহাড়ি এলাকার মানুষকে হাতির তাণ্ডব থেকে রক্ষার দাবি জানান।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111287 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 02:34:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group