• হোম > বিনোদন > শাকিবের স্ট্যাটাসে ওমর সানীর খোঁচা, ক্ষেপেছেন ভক্তরা!

শাকিবের স্ট্যাটাসে ওমর সানীর খোঁচা, ক্ষেপেছেন ভক্তরা!

  • সোমবার, ৩০ আগস্ট ২০২১, ০৯:৪৩
  • ৪৩৪

 শাকিবের স্ট্যাটাসে ওমর সানীর খোঁচা, ক্ষেপেছেন ভক্তরা!

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান গতকাল তার ফেসবুকে একটি পোস্ট করেছেন। সঙ্গে ছিল একটি ছবিও। আর ক্যাপশনে লিখেছেন ‘Always remember that your present destination isn’t your final destination. The best is yet to come, be Patience!’

যার বাংলা দাঁড়ায়, সব সময় মনে রেখ তোমার বর্তমান গন্তব্যই চূড়ান্ত গন্তব্য নয়। সেরাটি এখনও আসেনি, ধৈর্য ধরো!

শাকিবের এই স্ট্যাটাসে অনেকেই ইতিবাচক মন্তব্য করছেন। কিন্তু ওমর সানীর মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নেটযুদ্ধ। তিনি লিখেছেন, ‘লেখা তো তোর না, কে লিখেছে ভাই ভালো থাকিস।’ সানীর এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হয়েছেন শাকিব ভক্তরা।

মামুনুর রশিদ নামের একজন এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘সেলেব্রিটিদের পেইজের বেশিরভাগ পোস্ট তো নিজেদের নিয়োগ করা অ্যাডমিনরা দিয়ে থাকে। এই জ্ঞান মনে হয় সানীর ভাইয়ের জানা নাই। নিজেকে বিদ্যাসাগর ভাবা শুরু করছেন!’

আনিস লিখেছেন, ‘আপনার মতো ভুলভাল লেখার চেয়ে অন্যকে দিয়ে শুদ্ধ লেখানো অনেক ভালো। আপনার লেখা পড়লে তো “দাঁত হাতে চলা আসা” অবস্থা হয়।’

অন্য একজন লিখেছেন, ‘ওমর সানী আপনাকে ভালো মানুষ মনে করে ছিলাম আপনি দেখি প্রায় সময় শাকিব খানকে খোচা দিয়ে কথা বলেন।’

তবে এমন ঝড়ের বিপরীতে বরাবরের মতো নীরবতা পালন করছেন শাকিব খান। যদিও তার হয়ে ভালোই লড়াই করে চলছেন ভক্তরা ও মিডিয়াকর্মীদের অনেকেই। সবার ভাষ্য একই, ওমর সানী তার অনুজ তারকাকে নিয়ে এমন প্রকাশ্য অপমানসূচক মন্তব্য করতে পারেন না।

তবে ওমর সানী ও শাকিব খানের মধ্যে সম্পর্কের এমন অবনতির খবর সে অর্থে অতীতে পাওয়া যায়নি। ফলে অনেকেই ধারণা করছেন, অনেকটা অজ্ঞতাবশত মজা করতে গিয়েই মন্তব্যটি করেছেন ওমর সানী। যেটা তিনি প্রায়শই করে থাকেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111340 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 10:20:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group