• হোম > খেলা | ফুটবল > গোলরক্ষকের আবদার মেটালেন মেসি

গোলরক্ষকের আবদার মেটালেন মেসি

  • সোমবার, ৩০ আগস্ট ২০২১, ১০:৩৬
  • ৪৩২

 গোলরক্ষকের আবদার মেটালেন মেসি

পিএসজির জার্সিতে প্রথমবার মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। লিগ ওয়ানের ক্লাব রেঁসের বিপক্ষে মেসির অভিষেক ঘিরে উত্তেজনা ভরপুর ছিল মাঠে। প্রতিপক্ষের মাঠে অভিষেক হওয়ার পর প্রতিপক্ষের ভালোবাসায় স্নিগ্ধ হয়েছেন লিও।

গতকাল রোববার রাতে স্তাদ অগোস্ত-দোলন স্টেডিয়াম ম্যাচের ৬৬তম মিনিটে নেইমারের বদলি হিসেবে মেসিকে মাঠে নামায় পিএসজি। এরপরই মেসি-মেসি চিৎকারে ফেটে পড়ে স্টেডিয়াম। প্রথম ম্যাচে খুব একটা চমকপ্রদ কিছু করতে না পারলে অভিষেক দারুণ হয়েছে তার।

ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের ফুটবলারদের মেসির সঙ্গে ছবি তুলতে দেখা গেছে। এ সময় মেসির কাছে একটি আবদার নিয়ে আসেন রেঁসের সার্বিয়ান গোলকিপার প্রেদ্রাগ রাইকোভিচ। তার আবদারও মিটিয়েছেন মেসি।

রাইকোভিচ খুব করে চেয়েছিলেন তার ছেলেকে কোলে নিয়ে যেন একটি ছবি তোলেন মেসি। শিশু পুত্রের জন্য বাবার এমন আবদারে সাড়া দিয়েছেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। রাইকোভিচের ছেলেকে কোলে নিয়ে ছবি তুলতে দেখা যায় তাকে

সূত্র: আমাদের সময়,কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111382 ,   Print Date & Time: Tuesday, 5 August 2025, 02:11:35 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group