• হোম > আন্তর্জাতিক > হার্ট অ্যাটাক মা-বাবার সোশ্যাল মিডিয়ায় মেয়ের কীর্তি দেখে

হার্ট অ্যাটাক মা-বাবার সোশ্যাল মিডিয়ায় মেয়ের কীর্তি দেখে

  • সোমবার, ৩০ আগস্ট ২০২১, ১০:৪৯
  • ৪৫৭

  হার্ট অ্যাটাক মা-বাবার সোশ্যাল মিডিয়ায় মেয়ের কীর্তি দেখে

অনলাইন ক্লাসের জন্য স্মার্টফোন কিনে দিয়েছিল পরিবার। কিন্তু সেই ফোন ব্যবহার করে ১৫ বছরের স্কুল পড়ুয়া মেয়ে সোশ্যাল মিডিয়ায় নগ্ন ছবি পোস্ট করে। মেয়ের সেই কীর্তির কথা জানতে পেরে হার্ট অ্যাটাক হয় মা-বাবার।

ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের আহমেদাবাদ শহরে।

পরিবারের বরাতে আনন্দবাজার পত্রিকা জানায়, মেয়ের পড়াশোনার জন্য স্মার্টফোন কিনে দিয়েছিলেন বাবা-মা। আলাদা ঘরও দেওয়া হয়েছিল, যাতে পড়াশোনায় অসুবিধা না হয়।

কিন্তু একা থাকার সুযোগেই বখে যায় কিশোরী মেয়েটি। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি পোস্ট করা শুরু করে সে। পাশাপাশি চাচাতো বোনেদের এই নিয়ে উৎসাহিত করতেও শুরু করেছিল সে।

মেয়েটির নগ্ন ছবি দেখেই আত্মীয়রা ওই কিশোরীর বাবা-মায়ের কাছে অভিযোগ করেন। সেই কথা শুনেই হার্ট অ্যাটাক হয় তাদের।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111387 ,   Print Date & Time: Friday, 19 December 2025, 01:45:43 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group