• হোম > বাংলাদেশ > রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু

  • বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১, ১১:২৮
  • ৪৪৫

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ৪ মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর মধ্যরাত থেকে মাছ শিকার শুরু হয়েছে। রাতেই জেলেরা হ্রদে মাছ শিকার করে ফিরানী ল্যান্ডিং ঘাটে নিয়ে আসতে শুরু করেছে। মাছ শিকার শুরু হওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে জেলেদের মাঝে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন বিএফডিসি, রাঙ্গামাটির ব্যবস্থাপক মো: তৌহিদুল ইসলাম জানান, কাপ্তাই হ্রদে মাছের প্রজনন ও কার্প জাতীয় মাছের বংশ বৃদ্ধির জন্য প্রতি বছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস মাছ শিকার ও বাজারজাত বন্ধ থাকে। কিন্তু এ বছর পাহাড়ে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় হ্রদের পানি বাড়েনি। তাই এ বছর মাছের ডিম ছাড়ার সুবিধার্থে মাছ শিকারের নিষেধাজ্ঞা আরো এক মাস বাড়ানো হয়।

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু

কাপ্তাই হ্রদের মাছ শিকারে এবার নতুন কিছু নিয়ম করে দেয়া হয়েছে। জালের দৈর্ঘ্য-প্রস্থ ও ছিদ্র কতটুকু রাখবে তা নির্ধারণ করে দেয়া হয়েছে। এতে পোনা মাছ রক্ষা করা যাবে বলে জানান তিনি।

৭২৫ বর্গ কিলোমিটার আয়তনের রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের ওপর ২২ হাজার জেলের জীবিকা নির্বাহ করে।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111474 ,   Print Date & Time: Wednesday, 29 October 2025, 04:33:43 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group