• হোম > আন্তর্জাতিক > ভারতে এক দিনে টিকা পেলেন ১ কোটি ৩৩ লাখ মানুষ

ভারতে এক দিনে টিকা পেলেন ১ কোটি ৩৩ লাখ মানুষ

  • বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৪
  • ৪০২

 ভারতে এক দিনে টিকা পেলেন ১ কোটি ৩৩ লাখ মানুষ

ভারতের দোরগোড়ায় করোনার তৃতীয় ঢেউ। আর সেই ঢেউ রুখে দিতে জোর দেয়া হচ্ছে টিকাকরণে। চলতি বছর ডিসেম্বরের মধ্যে ১০৮ কোটি ভারতীয়কে ভ্যাকসিনের আওতায় আনতে বদ্ধপরিকর কেন্দ্র সরকার। সেই লক্ষ্যেই আরো এক সাফল্য মিলল মঙ্গলবার। এক দিনে টিকা পেলেন ১ কোটি ৩৩ লাখ মানুষ। সংক্রমণ এক দিন কমলে পর মুহূর্তেই যেভাবে বাড়ছে, তাতে টিকাকরণই একমাত্র হাতিয়ার।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ হাজার ৯৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে শুধু কেরালাই এক দিনে সংক্রমিত ৩০ হাজারের বেশি। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার ৮৪৫। এক দিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪৬০ জন। দেশে এখনো পর্যন্ত করোনা বলি ৪ লাখ ৩৯ হাজার ২০ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি বাড়ল অ্যাকটিভ কেসও। রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ১৮১ জন। সক্রিয় রোগীর ঊর্ধ্বমুখী গ্রাফই যেন তৃতীয় ঢেউয়েই বার্তা বয়ে আনছে। তবে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা।

পরিসংখ্যান অনুযায়ী, এখনো পর্যন্ত দেশে ৩ কোটি ১৯ লাখ ৯৩ হাজার ৬৪৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৩ হাজার ৯৬৪ জন।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। গত ২৪ ঘণ্টাতেই যেমন টিকাকরণের ক্ষেত্রে ভাঙল অতীত সমস্ত রেকর্ড। শুধু মঙ্গলবারই ভ্যাকসিন পেলেন ১ কোটি ৩৩ লাখ ১৮ হাজার ৭১৮ জন। দেশে এখনো পর্যন্ত দেশে ৬৫ কোটিরও বেশি ভ্যাকসিন দেয়া হয়েছে। তবে রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও।

ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৬ লাখ ৬ হাজার ৭৮৫টি নমুনা পরীক্ষা হয়েছে।

সূত্র : সংবাদ প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111476 ,   Print Date & Time: Thursday, 4 September 2025, 04:59:54 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group