• হোম > ক্রিকেট | খেলা > ঘোষণা তামিমের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর

ঘোষণা তামিমের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর

  • বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১, ১৪:২১
  • ৪২৮

 ঘোষণা তামিমের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আজ দুপুর ১টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে এক ভিডিওবার্তায় এ ঘোষণা দেন তিনি। ভিডিওবার্তায় তামিম বলেন, কিছুক্ষণ আগে আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই, আমাদের চিফ সিলেক্টর নান্নু ভাইকে আমি ফোন করেছিলাম। ফোন করে তাদের সঙ্গে কিছু জিনিস আমি শেয়ার করেছি। যেটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি তাদের বলেছি আমার মনে হয় না যে আমার ওয়ার্ল্ডকাপ টিমে থাকা উচিত। এটার দুই-তিনটি কারণ আছে। আমি বেশ কিছুদিন ধরে খেলছি না।

এ একটি ব্যবহৃত গাড়ির মূল্য লোকজন বিশ্বাস করতে পারবে না

ব্যবহৃত গাড়ির দাম | বিজ্ঞাপন অনুসন্ধান
সেকেন্ডলি ইনজুরি। তবে আমার মনে হয় না ইনজুরি এতটা সমস্যা। আমি আশা করি- বিশ্বকাপের আগে আমি ঠিক হয়ে যাবো। তবে যে জিনিসটা ট্রিক করেছে সেটা হলো- আমি গত ১৫-১৬টি টি-টোয়েন্টি খেলি নাই, আর আমার জায়গায় যারা খেলছিল আমার কাছে কোনোভাবে মনে হয়নি বিষয়টা ফেয়ার হবে তাদের প্রতি। যদি আমি হঠাৎ করে দলে এসে তাদের জায়গাটা নিয়ে নেই। হয়তো আমি বিশ্বকাপ টিমে থাকতাম কিন্তু আমার কাছে মনে হয় না বিষয়টা ফেয়ার হতো। সম্ভবত বিশ্বকাপে আপনারা আমাকে দেখবেন না। টিমের জন্য আমার শুভকামনা রইল। তামিম আরও বলেন, আমি একটি বিষয় পরিষ্কার করছি- আমি অবসর নিচ্ছি না। কিন্তু সম্ভবত এই বিশ্বকাপটা খেলা হবে না। আমার কাছে মনে হয় যে, এটাই যথাযথ সিদ্ধান্ত। তরুণ যারা এখন জাতীয় দলে ওপেন করছে, ওদের সুযোগ পাওয়া উচিত। কারণ তারা শেষ ১৫-১৬ ম্যাচ ধরে খেলছে। ওদের প্রস্তুতিও আমার চেয়ে ভালো হবে। পাশাপাশি আমি এটাও মনে করি, তারা দলকে আমার চেয়ে ভালো সার্ভিস দিতে পারবে।’
এসময় সংবাদমাধ্যমের কাছে তিনি অনুরোধ করেন কোনো ধরনের ফোন কল অথবা মেসেজ না দিতে। এ সিদ্ধান্ত তিনি পাকাপাকিভাবেই নিয়েছেন এবং এতেই অটল থাকবেন। তাই তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে, ব্যক্তিগত বিষয় নিয়ে নাড়াচাড়া না করার আহ্বান জানিয়েছেন তামিম।

সূত্র: মানবজমিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111478 ,   Print Date & Time: Saturday, 31 January 2026, 03:30:12 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group