• হোম > অর্থনীতি > ইতিবাচক ধারায় চলছে পুঁজিবাজারে লেনদেন

ইতিবাচক ধারায় চলছে পুঁজিবাজারে লেনদেন

  • বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪০
  • ৪৪২

ইতিবাচক ধারায় চলছে পুঁজিবাজারে লেনদেন

এ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ইতিবাচক ধারায় চলছে লেনদেন।

বুধবার ডিএসই ও সিএসইসূত্রে এ তথ্য জানা যায়।

এদিন বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত ডিএসইয়ের সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৯১৬ পয়েন্টে। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪৯৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৪৭০ পয়েন্টে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩২টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৯৬টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১২৯ পয়েন্ট বেড়ে ২০ হাজার ১২৬ পয়েন্টে অবস্থান করছে।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111486 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 10:20:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group