• হোম > আন্তর্জাতিক > ৩৫০ তালেবানকে হত্যার দাবি

৩৫০ তালেবানকে হত্যার দাবি

  • বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৯
  • ৪৭৪

 ৩৫০ তালেবানকে হত্যার দাবি

পাঞ্জশির ছাড়া আফগানিস্তানের প্রায় সব এলাকা দখলে নিয়েছে তালেবান। এখনও পাঞ্জশিরে লড়াই চালিয়ে যাচ্ছে নর্দান অ্যালায়েন্স। প্রদেশটিতে তালেবানের ৩৫০ জনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তারা। একই সঙ্গে ৪০ তালেবানকে বন্দি করা হয়েছে বলেও দাবি করেছে সংগঠনটি।

আজ বুধবার নর্দান অ্যালায়েন্স এক টুইটার বর্তায় জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে প্রদেশটির খাভা নামক স্থানে তাদের সঙ্গে তালেবানের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। তবে তালেবানের তরফ থেকে এই দাবির ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। বরং পাঞ্জশিরে ঢুকে শুতার জেলা দখলে নেওয়ার দাবি করছে সংগঠনটি।

এদিকে, আফগানিস্তান থেকে নির্ধারিত সময়েই সব মার্কিন সেনা প্রত্যাহারের পর যেকোনো সময় তালেবান নতুন মন্ত্রিসভার ঘোষণা দেবে বলে জানা গেছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে নতুন মন্ত্রিসভার ঘোষণা দেবে বলে জানিয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা।

এদিকে, আফগানিস্তান থেকে সব মার্কিন সেনার প্রত্যাহারের পর পুরোপুরি কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। গুলি ছুড়ে যুদ্ধের সমাপ্তি উদযাপন করছে সংগঠনটি।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111536 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 01:25:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group