• হোম > ক্রিকেট | খেলা > এ কেমন টুইট ভারতীয় ধারাভাষ্যকারের

এ কেমন টুইট ভারতীয় ধারাভাষ্যকারের

  • বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১, ১১:০৪
  • ৪৫৩

 এ কেমন টুইট ভারতীয় ধারাভাষ্যকারের

টাইগাররা এখন ফর্মের তুঙ্গে। দেশ ও দেশের বাইরে পর পর কয়েকটি সিরিজে বড় দলগুলোতে রীতিমতো নাকানিচুবানি খাইয়েছে।

শ্রীলংকার সফরে টেস্ট জয়, জিম্বাবুয়ে সফরে ৭ ম্যাচে ৬ জয়ের রোমাঞ্চকর স্মৃতি নিয়ে দেশে ফিরে আরও দুর্দান্ত হয়ে উঠেছে টিম টাইগার।

শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছেন টাইগাররা।

তার ধারাবাহিকতা দেখা গেল নিউজিল্যান্ড সিরিজেও। মিরপুরে বুধবার নিউজিল্যান্ডকে লজ্জার রেকর্ডে ডুবিয়ে সহজেই প্রথম ম্যাচ নিজের করে নিয়েছে মাহমুদউল্লাহ বাহিনী। ৩০ বল বাকি থাকতেই ৭ উইকেটে জিতেছেন টাইগাররা।

বাংলাদেশ দলের এমন দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা যখন সবার মুখে, তখন নেতিবাচক মন্তব্য এলো ভারতের ধারাভাষ্যকার হার্শা ভোগলের মুখ থেকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সঠিক পথে নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

বাংলাদেশ সম্প্রতি ভালো কোনো টিমের সঙ্গে খেলেছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন হার্শা।

এক টুইটবার্তায় তিনি প্রশ্ন ছুড়ে বলেছেন— যদি বিষয়টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য হয় তবে বাংলাদেশ, শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজ কি আদৌ ভালো কিছু করছে?

হার্শা ভোগলের এমন টুইট নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। আইপিএলের জন্য নিউজিল্যান্ডের প্রথম সারির ক্রিকেটাররা বাংলাদেশ সফরে আসেনি। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যানরাও একই কারণে ঢাকায় আসেননি।

অথচ আইপিএলকে প্রশ্নবিদ্ধ না করে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে তীর্যক মন্তব্য করলেন ভোগলে।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111544 ,   Print Date & Time: Monday, 15 December 2025, 10:32:03 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group