• হোম > আন্তর্জাতিক > সমালোচনায় ফেইসবুক অ্যাকাউন্ট বন্ধ নিহত মার্কিন সেনার মায়ের

সমালোচনায় ফেইসবুক অ্যাকাউন্ট বন্ধ নিহত মার্কিন সেনার মায়ের

  • শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:০১
  • ৪৩৭

  সমালোচনায় ফেইসবুক অ্যাকাউন্ট বন্ধ নিহত মার্কিন সেনার মায়ের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে পোস্ট দেওয়ায় আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের নিহত এক মার্কিন সেনার মাকে নিষিদ্ধ করেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক।

তবে পরবর্তীতে সমালোচনার মুখে তার ফেইসবুক অ্যাকাউন্ট আবার ফিরিয়ে দেয়া হয়। খবর নিউইয়র্ক পোস্টের।

কাবুল বিমানবন্দরে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত সেনা ল্যান্স কর্পোরাল কারিম নিকোইয়ের মা বাইডেনের সমালোচনা করে পোস্ট দেওয়ার পর ফেইসবুক তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।

পরে মার্কিন রক্ষণশীল পন্ডিত এবং আইনপ্রণেতারা এ নিয়ে সমালোচনায় মুখর হয়ে ওঠেন। পরে ফেইসবুক কর্তৃপক্ষ দাবি করে- ভুলবশত কারিম নিকোইয়ের মা শানা চ্যাপেলের ফেইসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করা হয়েছে।

শানা চ্যাপেল তার ফেইসবুকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ করে বলেছিলেন, আমার সন্তানের রক্ত আপনার হাতে।

গত ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণে সর্বশেষ ১৩ মার্কিন সেনা নিহত হয়। এদের মধ্যে ছিলেন শানা চ্যাপেলের ছেলে কারিম নিকোইও। আফগান যুদ্ধে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা নিহত এবং ২০ হাজার আহত হয়েছেন।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111569 ,   Print Date & Time: Wednesday, 5 November 2025, 08:27:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group