• হোম > খেলা | ফুটবল > ‘বল পাস দেবে না’ আর্জেন্টিনা মেসিকে

‘বল পাস দেবে না’ আর্জেন্টিনা মেসিকে

  • রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৬
  • ৪৩৭

 ‘বল পাস দেবে না’ আর্জেন্টিনা মেসিকে

ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের এবারের মিশন শুরু করেছে আর্জেন্টিনা।

দলগতভাবে দারুণ ফর্মে রয়েছে আলবিসেলেস্তেরা। তবে শুক্রবারের ওই ম্যাচে নিজের ছন্দে ছিলেন না আর্জেন্টাইন দলের সেরা তারকা লিওনেল মেসি।

অনেকটাই নিষ্প্রভ দেখা গেছে তাকে। এদিকে আজ রোববার চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হতে চলেছে মেসির দল।

বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় ব্রাজিলের করিন্থিয়াস এরেনায় মুখোমুখি হবে দুই দল।

এ ম্যাচেও কি নিষ্প্রভ থাকবেন মেসি? জবাবে আর্জেন্টিনা কোপা আমেরিকা জয়ের ফাইনালের নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বলেছেন, আজকের এই হাইভোল্টেজ ম্যাচে মেসিকে বল পাস দেবেন না তারা।

যে কেউ বিস্মিত হতে পারেন? মার্টিনেজের মতো মেসিভক্ত এমন কথা কী করে বলেন?

আসলে মেসি প্রসঙ্গে ইতিবাচক মন্তব্যই করেছেন এ মুহূর্তে দলের এক নম্বর গোলরক্ষক।

তার মতে, আর্জেন্টিনার এখন উচিত মেসির উপর নির্ভর করে জয় পাওয়া পরিকল্পনা না করে। বরং মেসির জন্য খেলে জয় ছিনিয়ে আনা। তাই মেসিকে বল পাস দিয়ে নির্ভার হতে চায় না আর্জেন্টিনা। উল্টো মেসিকে নির্ভার রাখার কথাই ভাবছে আর্জেন্টিনা।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে এক সাক্ষাৎকারে এমি. মার্টিনেজ বলেন, ‘বার্তা ভিন্ন কিছু নয়, বিষয়টা হলো নাম্বার টেনকে (মেসি) বল দেয়া যাবে না। নাম্বার টেনের জন্য কাজ করতে হবে। প্রয়োজন পড়লে ম্যাচ প্রতি ১২ কিমি দৌড়াব আমরা। কিন্তু আমরা শুধু তার কাছে বল ছেড়ে দিয়ে এটা আশা করতে পারি না যে সে সব ঠিক করে দেবে। এই ব্যবস্থায় তার জন্য নিজের জীবন দিয়ে দিতে হবে। যারা খেলছে, তারা সবাই এটা বোঝে। আমি মেসির জন্য অনেক খুশি। তিনি দুর্দান্ত একজন অধিনায়ক ও খেলোয়াড়, কিন্তু তার ব্যবহার যেন আমাদের সাধারণের মতোই। ম্যাচের আগে তিনি আমাদেরকে প্রতিপক্ষের দুর্বলতা ব্যবহারের বিষয়ে পরামর্শ দেন এবং কী করতে হবে তা বলে দেন। এরপর তিনি সবাইকে নিয়ে প্রাণোচ্ছ্বলভাবে জাতীয় সঙ্গীত গান।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111624 ,   Print Date & Time: Sunday, 19 October 2025, 11:21:51 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group