• হোম > আন্তর্জাতিক > বিধ্বস্ত মার্কিন সামরিক হেলিকপ্টার

বিধ্বস্ত মার্কিন সামরিক হেলিকপ্টার

  • রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৯
  • ৪৭৭

 বিধ্বস্ত মার্কিন সামরিক হেলিকপ্টার

যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ নৌ সেনা নিহত হয়েছেন।

দেশটির ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো উপকূলে গত ৩১ আগস্ট মার্কিন ওই সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

এর পর থেকেই তারা নিখোঁজ ছিলেন। শনিবার তাদের মৃত ঘোষণা করা হয়। খবর আল জাজিরার।

মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, গত ৩১ আগস্ট প্রশাস্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর এমএইচ-৬০এস হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এর পর নিখোঁজ হওয়া নাবিকদের খোঁজে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ৭২ ঘণ্টার বেশি সময় সময় ধরে তল্লাশি অভিযানে নিখোঁজদের উদ্ধারে ৩৪টি উদ্ধারকারী ফ্লাইট পরিচালনা করা হয়। এ ছাড়া হেলিকপ্টার ও উদ্ধারকারী জাহাজের মাধ্যমেও ওই নাবিকদের খোঁজে তল্লাশি চালানো হয়।

মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে এবং স্থানীয় সময় গত মঙ্গলবার বিকালে সান দিয়াগো উপকূল থেকে মাত্র ৬০ নটিক্যাল মাইল দূরে প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি সেই সময় রুটিন ফ্লাইট অপারেশনের অধীনে ছিল।

দুর্ঘটনায় আরও পাঁচজন নাবিক আহত হয়েছেন এবং শনিবার পর্যন্ত তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বহরের মুখপাত্র লেফটেন্যান্ট স্যামুয়েল আর বয়লে।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111626 ,   Print Date & Time: Sunday, 31 August 2025, 03:00:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group