• হোম > আন্তর্জাতিক > ভারতে কমল করোনায় মৃত্যু, দৈনিক সংক্রমণ ৩৯ হাজার

ভারতে কমল করোনায় মৃত্যু, দৈনিক সংক্রমণ ৩৯ হাজার

  • সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১, ১১:০৫
  • ৩৯২

 ভারতে কমল করোনায় মৃত্যু, দৈনিক সংক্রমণ ৩৯ হাজার

টানা বেশ কয়েক দিন ভারতের কোভিড গ্রাফ চিন্তা বাড়িয়ে তুলেছিল। দৈনিক সংক্রমণ কিছুতেই ৪০ হাজারের নিচে নামছিল না। তবে এ সপ্তাহের শুরুতে সেই গ্রাফে বেশ খানিকটা পতন। দৈনিক সংক্রমণ নেমে এল প্রায় ৩৯ হাজারের কাছাকাছি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৮ জন। পাল্লা দিয়ে কমেছে দৈনিক মৃত্যুও। এক দিনে করোনার বলি ২১৯ জন। আর গত ২৪ ঘণ্টায় ভারতে মহামারীর কবল থেকে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯০৩ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৮৭৪, যা গত ২৪ ঘণ্টার তুলনায় অন্তত ৬ হাজার কম। মোট করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ৩০ লাখ ২৭ হাজার ৬২১। সুস্থ হয়েছেন ৩ কোটি ২১ লাখ ৮১ হাজার ৯৯৫ জন। আর মহামারীর কোপে প্রাণ হারিয়েছেন দেশের মোট ৪ লাখ ৪০ হাজার ৭৫২ জন।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111688 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 04:42:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group