• হোম > বাংলাদেশ > উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

  • সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১, ১১:০৯
  • ৪০৪

 উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইঞ্জিন বিকল হওয়া তেলবাহী ট্রেনটি চার ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এতে ঢাকার সাথে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ফলে সোমবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার মোহনপুর ছেড়ে যায়। এরপর সুন্দরবন এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস ট্রেনও ওই স্টেশন ছেড়ে গেছে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে লাইট ইঞ্জিন নিয়ে আসার পর ইঞ্জিন বিকল হওয়া তেলের ট্রেনটি সরিয়ে মেইন লাইনে নেয়া হয়। এরপর থেকেই রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

উল্লেখ্য, সোমবার ভোরে দিনাজপুর থেকে ছেড়ে আসা এনজি ডিসি ব্লক, ঢাকা নামের তেলবাহী একটি ট্রেন উল্লাপাড়া উপজেলার মোহনপুর স্টেশনের উল্লাপাড়া রাউডারে আউটার সিগন্যালের কাছে আসার পর ইঞ্জিন ফেল করে। এরপর থেকেই ঢাকার সাথে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে ছিল।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111690 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 07:01:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group