• হোম > খুলনা | বাংলাদেশ > মাগুরায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

মাগুরায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

  • মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৯
  • ৪০৯

 মাগুরায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

মাগুরা শহরের বরুনাতৈল এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় উজ্জ্বল রহমান ইমন (৩৫) নামের এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। নিহত শিক্ষক সদর উপজেলার আলোকদিয়া অমরেশ বসু ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। তিনি সদর উপজেলার বেঙ্গাবেরইল গ্রামের মন্টু মোল্যার ছেলে।

নিহতের চাচাতো ভাই পারভেজ মোল্যা জানানদ, সোমবার সকালে প্রতিদিনের মতো মাগুরা শহরের বাসা থেকে মোটরসাইকেল যোগে কলেজে গিয়েছিলেন। ছাত্র-ছাত্রীদের অ্যাসাইনমেন্ট জমা নিয়ে দুপুরে মটরসাইকেলে বাসায় ফিরছিলেন তিনি। পথে বরুণাতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফাতেমা তন্নি তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বরুনাতৈল এলাকায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কায় এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। প্রাইভেটকারটি আটক করতে পারিনি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মাগুরা সদর থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111735 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 05:20:51 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group