• হোম > আন্তর্জাতিক > গিনিতে সেনা অভ্যুত্থান এবং প্রেসিডেন্ট পদচ্যুত

গিনিতে সেনা অভ্যুত্থান এবং প্রেসিডেন্ট পদচ্যুত

  • মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১, ১০:০৬
  • ৪৮৭

 গিনিতে সেনা অভ্যুত্থান এবং প্রেসিডেন্ট পদচ্যুত

আফ্রিকার দেশ গিনির ক্ষমতা দখলের দাবি করেছে দেশটির সেনাবাহিনী। পদচ্যুত করা হয়েছে প্রেসিডেন্ট আলফা কন্ডেকে। সেনাবাহিনী জানিয়েছে, প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে এবং সংবিধান বাতিল করা হয়েছে। এ খবর দিয়েছে সিএনএন।

খবরে বলা হয়েছে, রোববার গিনির সেনা কর্মকর্তা মামাডি ডোম্বওয়া এক ভিডিওতে ক্ষমতা দখলের উদ্দেশ্য নিয়ে বার্তা দিয়েছেন। এতে তিনি বলেন, আমরা আবারও একজন মানুষের হাতে রাজনীতি হস্তান্তর করব না। এটি জনগণের কাছে হস্তান্তর করব। দেশকে রক্ষা করা একজন সৈনিকের কর্তব্য। আমরা শুধু সেজন্যই এসেছি। এই বার্তাতেই নিশ্চিত করা হয়, সেনাবাহিনী প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে এবং সংবিধান, সরকার ও অন্যান্য সব সংস্থা বাতিল করেছে। বন্ধ করে দেয়া হয়েছে সীমান্তও।

সূত্র: মানবজমিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111739 ,   Print Date & Time: Sunday, 14 December 2025, 08:04:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group