• হোম > বিনোদন > আশাবাদী মৌ খান

আশাবাদী মৌ খান

  • মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১, ১০:২১
  • ৪৯৭

 আশাবাদী মৌ খান

শোবিজের মানুষদের নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। তারা কার সঙ্গে প্রেম করছেন, বিয়ে কবে করছেন এসব বিষয়ে জানার বেশ আগ্রহ। ঢাকাই চলচ্চিত্রের চলতি প্রজন্মের নায়িকা মৌ খান কবে বিয়ে করছেন? এ নায়িকা বলেন, এই মুহূর্তে বিয়ের কোনো পরিকল্পনা নেই। সবেমাত্র আমার ক্যারিয়ার শুরু। প্রেম-বিয়ে নিয়ে চিন্তাই করছি না। এখন মনোযোগ দিয়ে কাজটাই করতে চাই। নির্মাতা মোহাম্মদ আসলামের ‘প্রতিশোধের আগুন’- সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মৌ খান। এরপরে সুজন বড়ুয়ার ‘বান্ধব’, শফিক হাসানের ‘বাহাদুরী’- নামের সিনেমায় কাজ করেন।

বর্তমানে তার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। শিগগিরই মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামি’- সিনেমার শুটিং শুরু করবেন তিনি। মৌ খান বলেন, মাঝখানে কিছুদিন অসুস্থ ছিলাম।

তবে এখন কাজে ফেরার জন্য ফিট আছি। ‘তবুও প্রেম দামি’- শুটিং শুরু করবো কিছুদিনের মধ্যে। আর এর আগে মনোয়ার হোসেন ডিপজল ভাই প্রযোজিত ও অভিনীত ৩টি সিনেমার কাজ শেষ করলাম। কাজের অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে মৌ যোগ করেন, ডিপজল ভাই এক কথায় অসাধরণ মানুষ। তার সঙ্গে কাজ করে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে।

শুটিংয়ে কোনো কিছুর কমতি রাখেন না। যে ছবিগুলো করলাম প্রত্যেকটি খুব সুন্দর গল্পের। আমি আশাবাদী দর্শক সিনেমাগুলো উপভোগ করবেন। এদিকে, সিনেমার শুটিং শুরু না করলেও সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়েছেন মৌ খান। কথায় কথায় জানালেন, নতুন সিনেমার প্রস্তাবও পাচ্ছেন। তবে মনের মতো গল্প, চরিত্র না পেলে সেই সিনেমার সঙ্গে যুক্ত হবেন না।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111752 ,   Print Date & Time: Friday, 7 November 2025, 02:22:04 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group