• হোম > বিনোদন > মা অসুস্থ, লন্ডন থেকে মুম্বইয়ে অক্ষয়

মা অসুস্থ, লন্ডন থেকে মুম্বইয়ে অক্ষয়

  • মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১, ১১:০৫
  • ৪৩২

 মা অসুস্থ, লন্ডন থেকে মুম্বইয়ে অক্ষয়

লন্ডনে ‘সিন্ড্রেলা’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছিলেন বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার। গতকাল খবর পান তার মা অরুণা ভাটিয়াকে আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে নেওয়া হয়েছে। খবরটি শোনা মাত্রই দেরি না করে শুটিংয়ের শিডিউল বাতিল করেন খিলাড়ি’ খ্যাত এ নায়ক। সেখান থেকে সরাসরি মুম্বই ফিরে আসেন তিনি। মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালে ভর্তি রয়েছেন অক্ষয়ের মা অরুণা। কয়েক দিন ধরেই অসুস্থ তিনি। তবে সোমবার অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাকে। তবে দেশে ফিরলেও ‘সিন্ড্রেলা’ সিনেমার শুটিং যাতে বন্ধ না থাকে সেদিকেও নজর রেখেছেন অক্ষয়।

Bangladesh এ একটি ব্যবহৃত গাড়ির মূল্য লোকজন বিশ্বাস করতে পারবে না
ব্যবহৃত গাড়ির দাম | বিজ্ঞাপন অনুসন্ধান
প্রযোজকদের এ অভিনেতা জানিয়েছেন, তাকে ছাড়া যেসব অংশের শুটিং করা সম্ভব, সেগুলোর কাজ যেন চালিয়ে যান তারা। তার অংশের শুটিংয়ে কয়েকদিন পরে যোগ দিবেন এ অভিনেতা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111771 ,   Print Date & Time: Friday, 4 July 2025, 08:38:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group