• হোম > বিনোদন > পূজার গানে মডেল হলেন স্পর্শিয়া

পূজার গানে মডেল হলেন স্পর্শিয়া

  • মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৯
  • ৫৪২

পূজার গানে মডেল হলেন স্পর্শিয়া

এবার গানের ভিডিওতে মডেল হলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজার গাওয়া ‘আসছে মা দুর্গা’ শিরোনামের একটি গানে মডেল হিসেবে দেখা যাবে এই তারকাকে।

গানটির কথা, সুর ও সংগীত করেছেন লিংকন। সম্প্রতি ঢাকার অদূরে নারায়গঞ্জের দারুন লোকেশনে শুটিং শেষ হয়েছে গানটির। এর ভিডিও নির্মাণ করেছেন চিত্রপরিচালক অনন্য মামুন। গানটিতে স্পর্শিয়ার সঙ্গে রয়েছেন অভিনেতা সুমিতও।

স্পর্শিয়া জানালেন, চলচ্চিত্রের বাইরে কোনো গানের ভিডিওতে মডেল হিসেবে এবারই প্রথম অভিজ্ঞতা নয়। এর আগেও বেশ কিছু গানের মডেল হয়েছেন। তিনি বলেন, বিশাল আয়োজনে ‘আসছে মা দূর্গা’ গানটির ভিডিও ধারণ করা হয়েছে। গানটির বার্তাও দারুণ। সব মিলিয়ে দারুন একটি কাজ হবে বলে আমার বিশ্বাস।

এ ব্যাপারে তিনি আরও বলেন, গানের ভিডিওতে মডেল হওয়ার প্রস্তাব প্রায়ই আসে। কিন্তু করা হয় না। এবার পূজা ও পরিচালক অনন্য মামুন এই গানের জন্য প্রস্তাব আনলে গানটি শুনে ভালো লেগে গেল। তা ছাড়া ভিডিও তৈরির আয়োজন, বাজেট সবকিছুই ভালো লেগেছে। এ কারণেই কাজটি করা।’

পূজা বললেন, ‘ দূর্গা পূজা উপলক্ষে গানটি তৈরি। তাই ভালো লাগা থেকেই বাড়তি যত্ন নিয়েই গানটি করা। সব মিলিয়ে দারুণ কিছু দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা ছিলো। আমার বিশ্বাস গানটি দর্শকদের ভালো লাগবে।’

নির্মাতা মামুন জানালেন, গানটি বাজেট ভালো ছিলো। তাই নির্মাণেও কোনো কিছুর কমতি রাখা হয়নি। বিশাল আয়োজন নারায়নগঞ্জের রুপগঞ্জে সেট বানিয়ে শুটিং করা হয়েছে।

আসছে দূর্গা পূজাতে গানটি পূজার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111827 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 11:37:51 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group