• হোম > ক্রিকেট | খেলা > ফিরলেন আমির মিসবাহ-ওয়াকার সরতেই

ফিরলেন আমির মিসবাহ-ওয়াকার সরতেই

  • বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১, ১২:১৭
  • ৪০০

 ফিরলেন আমির মিসবাহ-ওয়াকার সরতেই

মিসবাহ-উল হক ও ওয়াকার ইউনিস পাকিস্তানের কোচিং প্যানেল থেকে সরে যেতেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন তারকা পেসার মোহাম্মদ আমির। এ দুই কোচের সঙ্গে বিরোধের কারণেই গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি।

দুই কোচের পদত্যাগের খবর পাওয়ার পরই গত সোমবার স্থানীয় গণমাধ্যমে আমির বলেন, ‘জাতীয় দলে আমাকে বিবেচনা করতে পারে।’

গত ডিসেম্বরে এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন আমির। কারণ হিসেবে তিনি বলেছিলেন, হেড কোচ মিসবাহ ও বোলিং কোচ ওয়াকারের অধীনে তার খেলা সম্ভব নয়।

এর মধ্যে গত জানুয়ারিতে এক টুইট বার্তায় ২৯ বছর বয়সী এই পেসার জানিয়েছিলেন, এই ম্যানেজমেন্ট বিদায় নিলেই কেবল তিনি পাকিস্তানের হয়ে খেলায় ফিরবেন। আমিরের ফেরার ঘোষণার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও কিছু বলেনি।

বছরের শুরুতে আমিরের অবসরের ঘোষণার পরই এক বিবৃতিতে পিসিবি জানিয়েছিল, তারকা এ পেসারের সিদ্ধান্তকে তারা সম্মান করে এবং ভবিষ্যতে তাকে জাতীয় দলে আর ডাকা হবে না।

সূত্র: সমকাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111864 ,   Print Date & Time: Sunday, 6 July 2025, 08:52:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group